শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বুড়িমারী স্থলবন্দর ১০ দিন বন্ধ আমদানি-রপ্তানি 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি    

বুড়িমারী স্থলবন্দর ১০ দিন বন্ধ আমদানি-রপ্তানি 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর শবেকদর, ঈদুল  ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন বন্ধ থাকবে। এ সময় বন্দর দিয়ে সব প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

জানা গেছে, ১৯ এপ্রিল শবেকদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং ২৮ এপ্রিল সাপ্তাহিক বন্ধ হওয়ায় মোট ১০ দিন বুড়িমারী স্থলবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন। তবে পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, শবে কদর, ঈদ, ও সাপ্তাহিক ছুটিতে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়।

এ সংক্রান্ত চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষ, বুড়িমারী বিজিবি কমান্ডার, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংরাবান্ধা ও ভুটান স্থল শুল্ক স্টেশন কাস্টমস, চ্যাংরাবান্ধা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে দেয়া হয়েছে।  

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, ‘ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ পথ দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।’

বুড়িমারী কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, ব্যবসায়ীদের সিন্ধান্ত অনুযায়ী শবেকদর, ঈদ ও সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর। তবে আগামী ২৯ এপ্রিল এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম যথানিয়মে চলবে।

টিএইচ